ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

যারা মানুষের কল্যানে কাজ করছেন সরকার তাদের সম্মান জানাতে চায়

প্রকাশিত : ২৩:৩২, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৩৪, ২৪ মার্চ ২০১৬

দেশের আনাচে-কানাচে যারা মানুষের কল্যানে কাজ করছেন সরকার তাদেরও সম্মান জানাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ, মাতৃভাষা, বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি ও জনসেবায় বিশেষ অবদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতসহ ১৫জন ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পদক দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী । সরকারের সর্বোচ্চ সম্মাননা দেয়ার সময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আবুল মাল আব্দুল মুহিত, মরহুম মৌলভী আজমত আলী খান, সৈয়দ হাসান ইমামসহ ৯জনকে পদক দেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানে পাটের জন্মরহস্য আবিস্কারক প্রয়াত মাকসুদুল আলম, সাহিত্যে কবি নির্মলেন্দু গুন, সংস্কৃতিতে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং জনসেবায় বাংলাদেশ নৌবাহিনীকে পদক দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, স্মরণ করেন ১৯৭৫ এর তার পরিবারের নিহত সদস্যদের। আগামী দিনের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কথাও বলেন তিনি। দেশের প্রত্যন্ত এলাকার দেশ, জাতি, মানুষের কল্যাণে যারা নিয়োজিত তাদেরকে সম্মানিত করতে তথ্যও চান শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা আগামীতে দেশের কল্যাণে নিজেদের সম্পৃক্ত রাখার দৃঢ় প্রত্যয় জানান। যথারীতি জাতীয় সংগীতের সুরে যন্ত্রসংগীতের মধ্য দিয়ে স্বাধীনতা পদকের অনুষ্ঠানটি শুরু ও  শেষ হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি