ব্যতিক্রমী আয়োজনে গল্প আর সিনেমা দেখার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানলো রাজবাড়ীর ৯ হাজার শিক্ষার্থী
প্রকাশিত : ১৯:১০, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১০, ২৪ মার্চ ২০১৬
ব্যতিক্রমী আয়োজনে গল্প আর সিনেমা দেখার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানলো রাজবাড়ীর ৯ হাজার শিক্ষার্থী। নতুন করে তারা শিখলো দেশ, দেশপ্রেম আর দেশের প্রতি দায়িত্ববোধ। জেলা পুলিশ সুপারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান মুগ্ধ করেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের।
মুক্তিযুদ্ধকে জানতে রাজবাড়ীর দশটি স্কুলের ৯ হাজার শিক্ষার্থীর জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ’আমার বন্ধু রাশেদ’।
আকাশ সংস্কৃতির যুগে শিক্ষার্থীরা ব্যস্ত থাকে কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন কিংবা মোবাইলে। পাঠ্য বইয়ের বাইরে নেই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জানার সুযোগ। সেই সুযোগ করে দিলেন জেলার পুলিশ প্রশাসন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ” দেখার পর, নিয়মিত এমন আয়োজন করার দাবি শিক্ষার্থীদের।
ব্যতিক্রমী এই আয়োজনে অভিভূত সবাই।
উদ্যোক্তা হিসেবে পুলিশ সুপার বলেন, শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
আরও পড়ুন