যেসব বিশ্ববিদ্যালয় সরকারের বেঁধে দেয়া শর্ত পূরণ করতে পারেনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১৯:৫০, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫০, ২৪ মার্চ ২০১৬
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের বেঁধে দেয়া শর্ত নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে পারেনি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
সকালে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়- আইইউবি’র ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে না। শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান নুরুল ইসলাম নাহিদ। আইইউবি’র এবারের সমাবর্তনে ১৩৮৮ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ছিলেন প্রধানমন্ত্রীর বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আইইউবির চেয়ারম্যান রাশেদ চৌধুরী।
আরও পড়ুন