ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে

প্রকাশিত : ১৫:৫১, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫১, ২৫ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ। এবারও পরিস্কার পরিছন্নতার কাজ সম্পন্ন হয়েছে আগেভাগেই। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা শেষ করেছেন চূড়ান্ত মহড়া। থাকছে তিন স্তরের নিরাপত্তা। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিস্কার করা, ফুলের গাছ লাগানোসহ লেক সংস্কার ও লাইটিংয়ের কাজ শেষ। রঙ-তুলির আঁচড় লেগেছে পুরো সৌধজুড়ে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দিতে ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ জামানের তত্ত্বাবধানে সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা চূড়ান্ত মহড়াও শেষ করেছেন। ২৬শে মার্চের প্রথম প্রহর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা; বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাসহ পর্যবেক্ষণ টাওয়ার। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি