ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার জন্য উত্তর কোরিয়ার সামরিক মহড়া

প্রকাশিত : ১৬:২৯, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:২৯, ২৫ মার্চ ২০১৬

n koriaদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার জন্য সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জন উন দক্ষিণ কোরিয়ার সরকারকে ধ্বংস করার কঠোর হুঁশিয়ারি দেয়। এরপর থেকে দক্ষিণ কোরিয়া তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এর আগে ১৯৬৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালায় দেশটি। এতে দু’দেশের ৩৮ নাগরিক মারা যায়। গেলো সপ্তাহে দুইবার সাগরে স্বল্পমাত্রার মিসাইল ছুঁড়ে উত্তর কোরিয়া। স্যাটেলাইট উৎক্ষেপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ আরোপের পর এ প্রতিক্রিয়া জানায় দেশটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি