ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

প্রকাশিত : ০৮:৪৭, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৪২, ২৬ মার্চ ২০১৬

কণ্ঠে বাংলাদেশের জন্মলগ্নের সেই চিরচেনা স্লোগান ‘জয় বাংলা’। আর হাতে মোমবাতি নিয়ে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণে ‘আলোর পথযাত্রী’ হলেন হাজারো জনতা। মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে. মধ্যরাতে সংসদ ভবনের দক্ষিণ চত্বরে ‘আলোর যাত্রা’ শিরোনামে এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন তরুণ প্রজন্ম, মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ভয়াল রাতের দুঃসহ স্মৃতিচারণ করেন নাট্য ব্যক্তিত্ব আলী যাকের ও সব্যসাচী লেখক   সৈয়দ শামসুল হক। এরপর রাত শুক্রবার ১১টা ৫০ মিনিটে মোমবাতি প্রজ্বলনের সূচনা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি