তনু’র হত্যাকারিদের সনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন তার মা-বাবা
প্রকাশিত : ১৮:৫৬, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৭, ২৫ মার্চ ২০১৬
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মি তনু’র হত্যাকারিদের সনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন তার মা-বাবা। দোষীদের বিচারে যেনো সময়ক্ষেপন করা না হয়, এটুকুই চাওয়া তাদের। তনুকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে বিভিন্নস্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
২০ মার্চ টিউশনি করতে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু। ঐ রাতে বাসার কাছে ময়নামতি সেনানিবাস সংলগ্ন একটি কালভার্টের নিচে পাওয়া যায় তার মৃতদেহ। মুরাগনগরে নিজ বাড়িতে যখন মেয়ের হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাবা-মা, তখনও চাপা আর্তনাদ তাদের।
হত্যাকারিদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।
হত্যার কয়েক দিন পার হলেও ঘাতকদের শনাক্ত করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।
তনুর হত্যাকরিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে দেশজুড়েই বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বিভিন্ন জেলায় হয়েছে মানববন্ধন, বিক্ষোভ।
আরও পড়ুন