সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পরাজয়ের স্মৃতিস্তম্ভসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করা হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রকাশিত : ১৯:৩৭, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ২৫ মার্চ ২০১৬
সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পরাজয়ের স্মৃতিস্তম্ভসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে দু’দিন ব্যাপি বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম ও ৭১’এর গণহত্যার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, জিয়া শিশুপার্ককে স্থানান্তর করে এই ময়দানকে মুক্তিযুদ্ধের তীর্থস্থানে পরিনত করার হবে। খুব শীগ্ররই কাজ শুরু হবে বলে জানান তিনি। ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের দাবি জানান মন্ত্রী। এরপর তিনি, চিত্রশিল্পীদের আকা প্রদর্শনী ঘুড়ে দেখেন।
আরও পড়ুন