ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

২০২০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

প্রকাশিত : ১৯:৪১, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪১, ২৫ মার্চ ২০১৬

dpheসরকারের সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে এ জন্য ব্যবহৃত হবে ভূ-পৃষ্ঠস্থ ও বৃষ্টির পানি। বিকেলে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির প্রধান প্রকৌশলী মো: ওয়ালিউল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। বক্তারা আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে পানি সরবরাহের ক্ষেত্রে জাতিসংঘের এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। দেশের জনসাধারণের শতকরা ৮৭ ভাগ নিরাপদ পানি সরবরাহের আওতায় এসেছে। এছাড়া স্যানিটেশন ব্যবস্থাপনায় শতকরা ৬১ ভাগ উন্নতি হয়েছে বলেও জানান বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি