উদ্বোধন করা হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম করবস্থানের
প্রকাশিত : ১৯:৪৭, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৭, ২৫ মার্চ ২০১৬
উদ্বোধন করা হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম কবরস্থান রায়ের বাজার জাতীয় শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন করবস্থানের।
ঢাকা উত্তার সিটি কর্পোরেশন ও সেনাবহিনীর ১৪ সতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগের যৌথ উদ্যোগে নির্মিত করবস্থানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশারফ হোসেন। প্রায় ছিয়ানব্বই একর জায়গায় ওপর নির্মিত এ কবরস্থানে নির্মানে ব্যায় হয়েছে ৫শ ২২কোটি টাকা। এখানে একসাথে প্রায় ১লাখ লোকের দাফন সম্পন্ন করা যাবে। পরে মন্ত্রী বলেন, ঢাকা শহরের এত মানুষের জন্য পযর্প্ত গোরেস্থান না থাকায় নতুন এ করস্থানের প্রকল্প গ্রহন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র বলেন, কাজের ধারাবাহিকতা ঠিক থাকলে আগামী চার বছর পর ঢাকা শহর নতুন রুপ লাভ করবে।
আরও পড়ুন