ষড়যন্ত্র যতই হোক, একাত্তরের পরাজিত শক্তি কে কোন ক্রমেই বাংলাদেশে আসন গাড়ার সুযোগ দেয়া হবে না
প্রকাশিত : ২০:২৭, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৭, ২৫ মার্চ ২০১৬
যতই ষড়যন্ত্র হোক না কেন, একাত্তরের পরাজিত শক্তি কে কোন ক্রমেই এই বাংলাদেশে, সুবিধা করতে বা আসন গাড়ার সুযোগ দেয়া হবে না।
সোহরাওয়ার্দী উদ্যনে ‘শিখা চিরন্তন’ এ মোমবাতি প্রজ্ঝলনের আগে আলোচ না সভায় বক্তারা এসব কথা বলেন। হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা এখন অবিচ্ছেদ্য এক শব্দে পরিণত হয়েছে, তাই হাজারো বাধা বিপত্তির সত্ত্বেও, এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা সম্মূজ্জল আছে এবং থাকবে। বিশ্বে ক্ষমতাধর দশ জনের নামের তালিকায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম থাকা নেতৃত্বে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী’রই স্বকৃতি বলেই মনে করেন বক্তারা।
আরও পড়ুন