ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৩৬, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩০, ২৬ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। শনিবার ভোরের আলো ফুটতেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে বিউগলে বেজে ওঠে করুণ সুর, আত্মদানকারী জাতির সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধায় আপ্লুত হন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিদেশী কূটনীতিকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সেখানে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা বাংলাদেশের উন্নয়নে বাধা হিসেবে বিএনপি-জামাতকে দায়ী করেন। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি