ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

এপ্রিলের শেষ সপ্তাহে রাজধানীতে শুরু হচ্ছে মেট্রোরেল নির্মাণ কাজ

প্রকাশিত : ১৫:২১, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৫, ২৭ মার্চ ২০১৬

এপ্রিলের শেষ সপ্তাহে রাজধানীতে শুরু হচ্ছে মেট্রোরেল নির্মাণ কাজ। ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্পে ৭৫ শতাংশ অর্থায়ন করবে জাপানি সংস্থা জাইকা। দুপুরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, মেট্রোরেল স্থাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ সব এলাকায় শব্দ প্রতিরোধক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। রাজধানীতে মেট্রোরেল এখন স্বপ্ন নয়, বাস্তবেই রূপ নিতে যাচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ এপ্রিলের শেষ সপ্তাহেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-জাপানের যৌথ অর্থায়নে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালে দ্বিতীয় দফায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্প চালু হবে। ১৬টি স্টেশন থেকে ঘন্টায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। রাজধানীর একটি হোটেলে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট-এমটিসিএল এবং জাপানের টোকিও কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে এ নিয়ে  চুক্তি হয়েছে। মেট্রোরেল বাস্তবায়ন হলে নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশাবাদ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নের সময় যানজটের দুর্ভোগকে ‘জন্মকালের যন্ত্রণা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরবাসীকে কিছুটা ভোগান্তি সহ্য করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ সব এলাকায় শব্দ প্রতিরোধক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান তিনি। ঢাকাবাসীকে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ উপহার দেয়াসহ আর্থ-সামাজিক উন্নয়নে জাপান বাংলাদেশের পাশে থাকতে চায় বলে জানান জাইকার প্রতিনিধি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি