ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

২য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ জমে উঠেছে

প্রকাশিত : ১৫:০৩, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০৩, ২৭ মার্চ ২০১৬

জমে উঠেছে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠও। প্রচার-প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকাগুলো। পাড়া-মহল্লার এ প্রান্ত-ওপ্রান্ত ছুটে প্রার্থীরা চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের আশ্বাস। ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়া চেষ্টা চলছে নিরন্তর। আর ভোটারা বলছেন, যোগ্য প্রাথীকেই বিজয়ী করবেন তারা। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ৩১শে মার্চ। নির্বাচনী এলাকাগুলোয় এখন তুঙ্গে ভোটের হাওয়া । মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। এসব ইউনিয়নে এবার মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৬৫২ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ ইউনিয়নে এবার ভোট হবে। ভোটযুদ্ধের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে হাট-বাজার। উঠান বৈঠক, পথসভা ও গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আওয়ামী লীগ ও বিএনপির মনোনীতদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন মাঠে। প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ তাদের। নীলফামারী সদর উপজেলার ৫ ইউনিয়ন নিবার্চনে চলছে জমজমাট প্রচারনা। উন্নয়নের প্রতিশ্র“তি নিয়ে বাড়ি-বাড়ি ছুটছেন প্রার্থীরা। আর আলোচনা-সমালোচনায় রেঁস্তোরা ও দোকানে চায়ের কাপে এখন ঝড়। সব ছাপিয়ে তাদের চাওয়া একটাই, বিজয়ী যারা হবেন তারা যেন এলাকায় জন্য কাজ করেন, বিপদে থাকেন মানুষের পাশে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি