ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

দৈনিক জনকণ্ঠের সম্পাদককে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত : ১২:৩৮, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৩৮, ২৮ মার্চ ২০১৬

বহুতল ভবনের নকশা জালিয়াতির মামলায় গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন মাসুদ। দুদক’কে আপিলের অনুমতি দিয়ে <ংঃৎড়হম>আজ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ। ২০০৭ সালের ৯ আগস্ট রাজধানীর মালিবাগে বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ২০০৮ সালে জনকণ্ঠ সম্পাদককে বিশেষ জজ আদালত সাত বছরের কারাদন্ড দেন। এর বিরুদ্ধে মাসুদের আবেদন গ্রহণ করে ২০১০ সালের ২৩ মে হাইকোর্ট তাকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। সকালে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আতিকউল্লাহ খান মাসুদকে সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি