ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

টেনিস খেলোয়াড় বারবোরা স্ট্রাইকোভার জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৩৩, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৩, ২৮ মার্চ ২০১৬

বারবোরা স্ট্রাইকোভা চেক প্রজাতন্ত্রের পেশাদার টেনিস খেলোয়াড়। র‌্যাঙ্কিয়ে বিশ্বের বিশতম খেলোয়াড় বারবোরা। ১৯৮৬ সালের ২৮শে মার্চ জন্মগ্রহণ করেন এ তারকা। বারবোরার জন্ম দিনে আসুন জেনে নেই তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম বারবোরা জাহলাভোভা স্ট্রাইকোভা। তবে সবার কাছে বারবোরা নামেই বেশী পরিচিত এই চেক টেনিস তারকা। ১৯৮৬ সালের ২৮শে মার্চ চেক রিপাবলিকের প্লাজেন শহরে জন্মগ্রহণ করেন ৫ ফিট ৫ ইঞ্চি লম্বা বারবোরা। ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি দারুন জোক ছিল বারবোরার। তাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয় পরিবার থেকেও। জুনিয়র দের মধ্যে অপ্রতিরোধ্য ছিলেন বারবোরা। তার সাথে পেরে উঠেননি বর্তমান সময়ের অনেক তারকা খেলোয়াড়রাই। এেেদর মধ্যে মারিয়া শারাপোভা, এনা লেনা, তাতিয়ানা গ্লোবিন ও মারিয়া ক্রিলিনকো। জুনিয়রে বারবোরা ২টি গ্র্যান্ড স্লাম জেতেন। ২০০২ ও ২০০৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন। তাছাড়া ২০০১ ও ২০০৩ সালের ডাবলসেও গ্র্যান্ড স্লাম জেতেন এ তারকা খেলোয়াড়। জুনিয়র র‌্যাঙ্কিয়ে বারবোরা সিঙ্গেলস ও ডাবলনে এক নম্বর খেলোয়াড় ছিলেন। ৩০০ নম্বর র‌্যাঙ্কি নিয়ে পেশাদার খেলা শুরু করেন। এবং এক বছরেই ৫৬ তম স্থান দখল করে নেন। খেলার মাঝে বহুবার বারবোরার র‌্যাকেট ভাঙ্গার রেকর্ড রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি