ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত : ১৪:২২, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:২২, ২৮ মার্চ ২০১৬

নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ জনকে খালাস দিয়েছে দিয়েছে আদালত। দুপুরে,  নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায়  এ দেন। এর আগে সকালে বিশেষ পুলিশী নিরাপত্তায় আসামিদের গাজীপুরের কাশিমপুর, রাজশাহী ও নাটোর কারাগার থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।  রায়ে জেএমবি সদস্য আব্দুর রশিদ, সিহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান ও আব্দুল মতিনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। মামলার অপর আসামি শফিউল্লাহ তারেক ও শহিদুল ইসলামকে খালাস দেয়া হয়। ২০০৫ সালের ১৭ই আগস্ট নাটোরে জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারিসহ ৮ স্থানে বোমা হামলার ঘটনা ঘটে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি