ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

প্রকাশিত : ১৩:০০, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০০, ২৯ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়া হবে বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জানান, নিজস্ব পদ্ধতিতে কমিশনের অনুসন্ধান অব্যাহত রয়েছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৬’র কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালি শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, এবিষয়ে ব্যাংক তাদের কোনো চিঠি পাঠায়নি। তবে দুদকের আইন অনুযায়ী তারা ব্যবস্থ নিচ্ছে।  এ ঘটনায় যদি দেশের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি