ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কালিয়াকৈর হাইটেক পার্ক এবং অন্যান্য হাইটেক পার্কের জন্য প্রকল্পের অনুমোদন

প্রকাশিত : ১৬:১৪, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৪, ২৯ মার্চ ২০১৬

আইসিটি সংক্রান্ত আধুনিক হাইটেক শিল্প স্থাপনের জন্য বিশ্বমানের পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে কালিয়াকৈর হাইটেক পার্ক এবং অন্যান্য হাইটেক পার্কের জন্য প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মঙ্গলবার সকালে শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রকল্পের  মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৪ কোটি টাকা। ২০২০ সালের মধ্যে ৬ বিলিয়ন ডলার রপÍানী আয় ও আগামী ১০ বছরের মধ্যে ১০ লাখ তরুন তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে গাজীপুর হাই-টেক পার্কের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়াও ঢাকা, যশোর, খুলনা,সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে হাইটেক পার্কের নির্মান প্রকল্প বাস্তবায়ন চলছে। এর মাধ্যমে তথ্য প্রযুক্তিতে দেশ আরো উন্নত হবে, এমনটাই লক্ষ্য সরকারের। হাইটেক পার্কগুলোতে বিশ্বমানের পরিবেশ নিশ্চিত করতে দেশি বিদেশী আন্তর্জাতিকমানের ডেভেলপার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইটেক পার্ক গুলোর জন্য বরাদ্দ বাড়িয়ে সংশোধনী প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্প বাস্তবায়ন হলে বিশাল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের মেধা পাচার কমবে বলে আশা সরকারের। হাইটেক প্রকল্প ছাড়াও এদিন আরো ৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সবমিলিয়ে এদিন ৮ি টি অনুমোদিত প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪’শ ৪২ কোটি ৪১ লাখ টাকা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি