ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মিয়ানমারের সরকার তুলে নিয়েছে জরুরি অবস্থা

প্রকাশিত : ১৬:১৮, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৮, ২৯ মার্চ ২০১৬

Rakhainমিয়ানমারের রাখাইন প্রদেশে ৪ বছর ধরে জারি থাকা জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির বিদায়ী প্রেসিডেন্ট থেন সেইন এই ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, রাখাইনের প্রাদেশিক সরকারের প্রতিবেদন অনুযায়ী জনগণের জীবন ও সম্পদের উপর আর কোনো ঝুঁকি পাওয়া যায়নি। তাই রাখাইনজুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেয়া হয়। উপকূলীয় রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে মিয়ানমার সরকার ২০১২ সালের ১০ জুন প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করে। দাঙ্গায় বহু লোক মারা যায়। এছাড়া হাজারো রোহিঙ্গা মুসলিম পাশ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি