ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সারদেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা

প্রকাশিত : ১৫:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় পর্যায়ে, গ্রামাঞ্চলে ও শহরে এবং সিটি  কর্পোরেশনগুলোতেও বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে হাইটেকপার্ক আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য উপস্থাপন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস। ব্যাক্তিক পর্যায়ে এবং গৃহকর্মে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে বলা হয় ২০১৩ সালের তুলনায় ২০১৫ সালে গৃহস্থালি কাজকর্মে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। সেক্ষেত্রে ২০২০সালের মধ্যে লক্ষ্যমাত্র অর্জনে ব্যক্তিক পর্যায়ে এ হার ৫০ শতাংশ হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন প্রতিবছরই ১ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি