ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পর্তুগালের ফুটবল তারকা কস্তার জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৪৮, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ২৯ মার্চ ২০১৬

রুই ম্যানুয়েল কস্তা পর্তুগালের সাবেক ফুটবল তারকা। খেলতেন এটাকিং মিডফিল্ডার হিসেবে। ১৯৭২ সালে ২৯ শে মার্চ পর্তুগালের আমাডোরা শহরে জন্ম গ্রহন করেন তিনি। রুই ম্যানুয়েল কস্তার ৪৪তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম রুই ম্যানুয়েল কস্তা। তবে, সবাই ভালোবেসে কস্তা নামেই ডাকেন তাকে। মাত্র পাঁচ বছর বয়সে বাবার হাত ধরে ইনডোর ফুটবলের জন্য যোগদেন দামিয়া গানাসিও ক্লাবে। এরপর ১৯৯০ সালে যোগদেন বেনফিকা ক্লাবে। এই ক্লাবের হয়ে খেলেন ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯০ সালে নতুন করে বেনফিকার হয়ে মাঠে নামেন বয়সভিত্তিক ক্যারিয়ারে। এই ক্লাবের হয়ে ৪ মৌসুমে ৭৮টি ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। আর এই ক্লাবের হয়েই মাঝে ধারে খেলেন ফেফে ক্লাবে। ১৯৯৪ সালে চলে আসেন ফিওরেন্টিনা ক্লাবে। ফিওরেন্টিনা ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০০১ সাল পর্যন্ত মাঠে নামেন ২১৫টি ম্যাচে। আর গোলে পেয়েছেন ৩৮টি। এরপর বেশি পারিশ্রমিকে চলে যান এসি মিলানে। এসি মিলানের হয়ে খেলেন ২০০৬ সাল পর্যন্ত। ২০০৬ সালে দুই মৌসুমের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হন পুরনো ক্লাব বেনফিকায়। আর এই ক্লাবের হয়েই ২০০৮ সালে অবসরে যান তিনি। কস্তা ফুটবল ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবে ম্যাচ খেলেছেন ৪৯৮টি ও গোল পেয়েছেন ৬৬টি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও মাঠ মাতিয়েছেন এই এটাকিং মিডফিল্ডার। ১৯৯০ সালে সালে খেলেন পর্তুগাল অনুর্ধ্ব-১৮ দলে। এছাড়া খেলেছেন পর্তুগাল অনুর্ধ্ব- ২০ ও ২১ দলে। আর ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেন পর্তুগালের জাতীয় দলে। কস্তা খেলা থেকে অবসর নিলেও ফুটবলের সঙ্গে নিজেকে আরো জড়িত রাখতে চান এই কুশলি ফুটবল তারকা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি