ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভাড়া নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের দাবীতে গার্মেন্টস শ্রমিক সংগঠনের মানব বন্ধন

প্রকাশিত : ১৮:৪৯, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২৯ মার্চ ২০১৬

Garmentsঅবিলম্বে বাড়ী ভাড়া নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন করেছে কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধন কর্মসূচী পালন করে গার্মেন্টস শ্রমিকরা। এসময় শ্রমিক নেতারা বলেন,  সরকার বাড়ী ভাড়া আইন ১৯৯১ প্রণয়ন করেছে, সেই আইন কেন বাস্তবায়ন হচ্ছে না। দ্রুত রাড়ি ভাড়া আইন বাস্তবায়ন করে সিটি কপোরেশন এলাকায় বসবাসরত মানুষের কষ্ট দূর করার আহবান জানান শ্রমিক নেতারা। মানব বন্ধন শেষে ৫ দফা দাবিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ করেন নেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি