ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

তনুর মৃতদেহ কবর থেকে তোলা হয়েছে

প্রকাশিত : ১৩:০২, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ৩০ মার্চ ২০১৬

পুন:ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মৃতদেহ। সেসময় প্রশাসনের কর্মকর্তাসহ তনুর বাবা ইয়ার হোসেন উপস্থিত ছিলেন। মামলার তদন্তকারী সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, হত্যা রহস্য উদঘাটনে যা করা প্রয়োজন, তাই করা হবে। এদিকে, খুনীদের গ্রেফতারের দাবিতে আজো বিভিন্নস্থানে বিক্ষোভ হয়েছে। মৃতদেহ তোলার খবরে সকাল থেকেই কুমিল্লার মির্জাপুরে তনুর কবরের পাশে ভিড় জমায় জনতা। সকাল ১১টার দিকে তনুর মৃতদেহ তোলা হয়। সেসময় ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ তনুর বাবা উপস্থিত ছিলেন। হত্যাকারীরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ জানান তনুর বাবা। সিআইডির পুলিশ সুপার জানান, তনু হত্যা রহস্য উদঘাটনে যা দরকার, তাই করা হবে। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ডিএনএ এবং অধিকতর আলমত সংগ্রহ করা হয়। এদিকে, তনু হত্যার বিচারের দাবিতে যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে কুমিল্লা শহরে। এছাড়া, রাজবাড়ী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, জামালপুর, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি