ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরতদের কর মালিকদেরই বহন করতে রায় দিয়েছেন আপিল বিভাগ

প্রকাশিত : ১৮:১২, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:১২, ৩০ মার্চ ২০১৬

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরতদের বেতনের ওপর আরোপিত কর মালিকদেরই বহন করতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল গ্রহণ করে বুধবার এ রায় দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ। চতুর্থ সংবাদপত্র কর্মচারী বেতন বোর্ড-১৯৯০ এর সপ্তম অধ্যায়ের ২ নম্বর ধারায় বলা হয়, ‘সকল ক্যাটাগরির সংবাদপত্র ও সংবাদ সংস্থার সকল কর্মরত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকদের বেতনের ওপর আরোপিত আয়কর সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্তৃপক্ষ দেবে। চতুর্থ ওয়েজ বোর্ডের এ ধারা চ্যালেঞ্জ করে ১৯৯১ সালে দৈনিক সংবাদ সহ ৫ টি দৈনিকের কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি