ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

স্পেনের ফুটবলার সার্জিও রামোস গার্সিয়ার জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৫৮, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ৩০ মার্চ ২০১৬

সার্জিও রামোস গার্সিয়া। স্পেনের পেশাদার ফুটবলার। বর্তমানে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অধিনায়েক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সার্জিও রামোস গার্সিয়ার জন্ম ১৯৮৬ সালে আজকের এই দিনে স্পেনের কামাস শহরে। দর্শক আজ সার্জিও রামোস গার্সিয়ার ৩০তম জন্মদিনে জেনে নেই তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম সার্জিও রামোস গার্সিয়া। সবার কাছে রামোস নামেই বেশি পরিচিত এই স্প্যানিশ ডিফেন্ডার। খুব অল্প সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাক্ষো সমর্থকের মন। স্প্যানিশ লা লিগায় ডিফেন্ডার হয়ে সবচেয়ে বেশি গোল করার রের্কড গড়েছেন তিনি। আর স্প্যানিশ জাতীয় দলের হয়ে এপর্যন্ত বিশ্বকাপ খেলেন তিনবার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। ১৯৯৬ সালে প্রথম সেভিয়া দলের হয়ে ক্লাব পর্যায়ের খেলা শুরু করেন রামোস। যুব ক্যারিয়ারে এই ক্লাবে খেলেন ২০০৩ সাল পর্যন্ত। এই ক্লাবে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলেও। ২০০৩ সালে খেলেন সেভিয়া বি দলে। এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান সেভিয়ার মূল দলে। ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ২টি। ২০০৫ সালে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামেন এই স্প্যানিশ ফুটবল তারকা। রিয়াল মাদ্রিদের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ৩৩২টি ম্যাচ খেলে গোলও করেছেন ৪২টি। আর এই ক্লাবের হয়েই এখনো খেলছেন তিনি। ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারী প্রথম ভিয়ারিয়ালের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব কাধে তুলে নেন রামোস। রামোসের খেলা শুরু ক্লাব নয়, খেলেছেন জাতীয় পর্যায়েও। ২০০২ সালে খেলেন স্পেন অনুর্ধ্ব-১৭ দলে। এরপর খেলেছেন স্পেন অনুধ্ব-১৯ ও ২১ দলে। ২০০৫ সাল থেকে খেলে যাচ্ছেন স্পেনের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ম্যাচ খেলেছেন ১৩১টি ও গোল করেছেন ১০টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি