ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নাশকতার ৫টি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫:২১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:২১, ৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

নাশকতার ৫টি মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই নেতার বিরুদ্ধে পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানার ৩ টি মামলায় বুধবার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য থাকলেও তা পিছিয়েছে। এছাড়া শাহজাহানপুর থানার নাশকতার আরেকটি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৯ই মার্চ দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান । ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি