ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পহেলা বৈশাখকে সামনে রেখে শুরু হয়েছে ষোল দিনব্যাপী বৈশাখী উৎসব

প্রকাশিত : ২৩:১৬, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:১৬, ৩০ মার্চ ২০১৬

পহেলা বৈশাখকে সামনে রেখে শুরু হয়েছে ষোল দিনব্যাপী বৈশাখী উৎসব। দশটি ফ্যাশন ব্রান্ডের আযোজনে উৎসবের উদ্বোধন হয় রাজধানীর বসুন্ধরা শপিং মলের দেশী দশের চত্বরে। ফ্যাশন শোর মাধ্যমে তুলে ধরা হয় এবারের বৈশাখী পোশাকের আবেদন। cultureবাঙালীর বারো মাসে তেরো পার্বনের অন্যতম পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর বরণকে আরো বর্ণিল করতে শুরু হয়েছে দেশীদশের বৈশাখী উৎসব। এবারের পোষাকে লাল-সাদা রংএর সাথে থাকছে সবুজের ছটা। গরমকে মাথায় রেখে থাকবে কটনের ব্যবহার। রিক্সার পেইন্টকে পোষাকে তুলা আনাটাও বাড়তি সংযোজন জানালেন ডিজাইনাররা। বৈশাখী পোষাকে দশটি ব্রান্ড একেকটি থিম নিয়ে কাজ করছে, কেউ তাসের রং, কেউ রিকশা পেইন্ট, কেউ মঙ্গলশোভা যাত্রার রঙ নিয়ে সাজিয়েছেন নিজেদের কালেকশন। উৎসব চলবে পহেলা বৈশাখ পর্যন্ত ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি