ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভুল সংবাদে কারো হয়রানি না হয় সেব্যাপারে সজাগ থাকতে সাংবাদিকদের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬

ভুল সংবাদের কারণে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেব্যাপারে সজাগ থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভায় এ’কথা বলেন তিনি। এ’সময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। নতুন পে-স্কেলের সাথে তাল মিলিয়ে সাংবাদিকদের বেতন কাঠামো পুন:নির্ধারণে সরকারকে মনযোগী হওয়ারও পরামর্শ দেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সভায় সাংবাদিক নেতারা, গণমাধ্যমে কর্মী ছাঁটাই বন্ধ, ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি গণমাধ্যম কর্মীদের এ’সব দাবি পূরণে সরকারকে মনযোগী হওয়ার পরামর্শ দেন। গণমাধ্যম ও গণতন্ত্র-একে অপরের পরিপূরক উল্লেখ করে রাষ্ট্রপতি দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, কথিত নিরপেক্ষতার নামে রাজাকার এবং মুক্তিযোদ্ধাকে একইভাবে উপস্থাপন করা উচিত নয়। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড গঠনের বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি