ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ক্ষমতার অপব্যবহার, স্বদিচ্ছার অভাব ও বিচার হীনতার সংস্কৃতির কারণে দুর্নীতি বাড়ছে- মন্তব্য বিশিষ্ট জনদের

প্রকাশিত : ১৫:২০, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:২২, ৩১ মার্চ ২০১৬

ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক স্বদিচ্ছার অভাব ও বিচার হীনতার সংস্কৃতির কারণে দেশের দুর্নীতি বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুদক আয়োজিত এক আলোচনায় তারা একথা বলেন। দুনীতি প্রতিরোধে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার উপর জোড় দেয়ার পরামর্শও দেন তারা। duduk dayদুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা র্শীষক আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতির করাল গ্রাসের কারণে জিডিপির দুই-তিন শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে, আর এই অর্থের বেশীর ভাগই পাচার করা হচ্ছে বিদেশে। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট জনেরা বলেন, দুর্নীতি কমাতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আর দুর্নীতি গ্রস্ত ব্যাক্তিদের সঠিক ভাবে বিচার না হওয়ায় দিন দিন দুর্নীতি আরো বড়ছে বলেও জানান তারা। বড় বড় দুর্নীতি বাজকে আইনের আওতায় না আনার সমালোচনা করে বক্তারা বলেন, তাদের শাস্তি নিশ্চিত করেত দুদকে আরো কঠোর হতে হবে। দুর্নীতি দমনে মামলার করার চেয়ে প্রতিরোধের ওপর জোড় দেন অধ্যাপক আনিসুজ্জামান। দুর্নীতি বাজদের আইনের আওতায় আনাসহ দুর্নীতি দমনে আরো কঠিন পদক্ষেপ নেয়ার কথা জনান দুদক চেয়ারম্যান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি