ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ব্লগার অভিজিৎ হত্যার ঘটনায় ৭ জন সনাক্ত

প্রকাশিত : ১৬:৩৮, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ৩১ মার্চ ২০১৬

মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় সরাসরি জড়িত দু’জনসহ ৭ জনকে সনাক্ত করা হয়েছে। তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। ovijitবিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যার পরিকল্পনাকারী ও খুনিসহ ৭ জনকে সনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের সবাই নিষিদ্ধ আনসারউল্লাহ বাংলাটিমের সদস্য। ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে এ’তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা। গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জঙ্গি হামলায় নিহত হন অভিজিৎ রায়। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। শুরু থেকেই চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় ঘটনা তদন্তে ঢাকা আসে এফবিআই। গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি