ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইসরাইলের ফুটবলার তাল বেন হামিমের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:১২, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১২, ৩১ মার্চ ২০১৬

ইসরাইলের জাতীয় দলের ফুটবলার তাল বেন হামিম। জাতীয় দলের পাশাপাশি খেলছেন ক্লাব মাক্কাবি টেল আভিভের হয়ে। তাল বেন হামিমের ৩৪তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। birth dayতাল বেন হামিমকে সহপাটি ও বন্ধুরা ডাকেন বেন হামিম নামে। তার জন্ম ১৯৮২ সালে ৩১শে মার্চ ইসরাইলের রিশন লেজিয়ন শহরে। ১৯৯৮ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করেন মাক্কাবি টেল আভিভ ক্লাবের হয়ে। আর এই ক্লাবের হয়ে খেলেন ২০০১ সাল পর্যন্ত। ২০০২ সালে ১৩ই ফেব্র“য়ারী ইসরাইলের জাতীয় দলে অভিষেক হয় প্রীতি ফুটবল ম্যাচ জার্মানির বিপক্ষে। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বয়সভিত্তিক ক্যারিয়ারে প্রথম খেলেন পুরনো ক্লাব মাক্কাবি টেল আভিভে। এরপর তিন মৌসুমের জন্য যোগদেন বোল্টন ওয়ারনার্স ক্লাবে। ২০০৭ সালে মাঠে নামেন চেলসির জার্সি গায়ে। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৮ সালে এক মৌসুমের জন্য চুক্তিবন্ধ হন ম্যানচেষ্টার সিটিতে। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন সান্ডারল্যান্ড ক্লাবে। এরপর তিন মৌসুমের জন্য খেলেন পোর্টমাউথ ক্লাবে। আর এই ক্লাবের হয়েই এক মৌসুম খেলেন ওয়েস্ট হাম ইউনাইটেড ক্লাবে। ২০১৩ সালে খেলেছেন কুইনস পার্ক রেঞ্জার্সের জার্সিতে। এরপর খেলেন স্ট্যান্ডার্ড লিগ ও চালটন অ্যাথলেটিক ক্লাবে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন মাক্কাবি টেল আভিভ ক্লাবে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে খেলেছেন বেন হামিম। ২০০১ সালে খেলেন ইসরাইল অনুর্ধ্ব-২১ দলে। আর ২০০২ সাল থেকে খেলে যাচ্ছেন ইসরাইলের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ম্যাচ খেলেছেন ৯১টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি