ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

২য় দফা নির্বাচনে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিলো বেশি

প্রকাশিত : ২০:২৩, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৯, ৩১ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিলো বেশি। শুরু থেকে ভোটকেন্দ্রগুলোতে নারীদের স্বতস্ফুর্ত উপস্থিতি ভোট কেন্দ্রগুলোকে করে তোলে উৎসবমুখর। বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা যায় তাদের দীর্ঘ লাইন। গুমোট আবহাওয়া উপেক্ষা করে নারী ভোটাররা আসেন ভোটকেন্দ্রে। nari voterকুড়িগ্রামের জয়তুন্নেসা, বয়স ষাটের উধের্। হাটতে পারেন না, কোলে চড়েই এসেছেন ভোটকেন্দ্রে। জয়তুন্নেছার মতই কুড়িগ্রামের এই ভোটকেন্দ্রে দেখা মেলে আরেক বৃদ্ধা করিমন বেওয়ার। বয়সের ভারে ন্যুজ, তবু উৎসাহের কমতি নেই। এমন নানা বয়সের শত শত নারী ভোটারের উপস্থিতিতে সরব কুড়িগ্রামের ভোট কেন্দ্রগুলো। মুন্সিগঞ্জের ভোট কেন্দ্রেগুলোতেও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছোট্ট সন্তানের হাত ধরে এসেছেন কেউ। আবার অনেককে দেখা গেছে দল বেধে আসতে। ভোলার ৪টি উপজেলার ১২ টি ইউনিয়নে কেন্দ্রে সকাল থেকেই পুরুষের পাশাপাশি নারীর উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। ক্লান্ত তবু ভোট দিতে উদগ্রীব নোয়াখালীর নারী ভোটাররা। দীর্ঘ সারি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে সিলেটের কেন্দ্রগুলোতেও দেখা গেছে নারী ভোটারদের। গাইবান্ধায় প্রথম ভোট দেয়ার অভিজ্ঞতা জানালেন এই ভোটার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি