ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভারতের স্বপ্ন ভঙ্গ করে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১৫:২৯, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ১ এপ্রিল ২০১৬

টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের স্বপ্ন ভঙ্গ করে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেমিফাইনালে চার্লেস ও সিমন্সের হাফ সেঞ্চুরিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়রা। অপরাজিত ৮২ রান করে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে সিমন্স। wis winজয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ভারতের অধিনায়ক ধোনী নিয়মিত বোলারের হাতে বল না দিয়ে বল তুলে দিলেন ব্যাটসম্যান কোহলির হাতে। প্রথম বলে এক রান নিলেন সিমন্স। দ্বিতীয় বলে রান নিতে পারলেননা রাসেল। তবে তৃতীয় বলে রাসেলের বাউন্ডারীতে জয়ের দোরগোড়ায় পৌছে যায় ক্যরিবিয়রা। আর চতুর্থ বলটি ওভার বাউন্ডারী মেরে লাখো ক্যারিবিয় ভক্তের মুখে হাসি ফুটিয়ে মাঠ ছারেন রাসেল ও সিমন্স। এরআগে মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে কোহলির অপরাজিত হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ করে ভারত। শুরুতেই উড়ন্ত সূচণা করে স্বাগতিকরা। শর্মা ও রাহানে উদ্বোধনী জুটিতে ৬২ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। ৩১ বলে ৪৩ রান করে আউট হন শর্মা। আর রাহানের ব্যাট থেকে আসে ৪০ রান। ৩৫ বলে এ রান করেন তিনি। কোহলি একপ্রান্ত আগলে রেখে মার মুখি ব্যাটিং অব্যাহত রাখেন। দুই বার রান আউটের হাত থেকে বেঁচে  ৪৭বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন কোহলি। আর ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকলে ২ উইকেটে ১৯২ রান তোলে ভারত। জবাবে শুরুতেই হার্ডহিটার গেইলের উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে সে চাপকে শক্তিতে রূপান্তরিত করে রানের চাকা সচল রাখেন চার্লেস ও সিমন্স। চার্লেস হাফ সেঞ্চুরি করে ৫২ রানে আউট হলেও নো বলের কল্যাণে সিমন্স জীবন পেয়ে ৮২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ২০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন আন্দ্রে রাসেল। আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি