ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে পশুর হাটে কমেছে গরু সরবরাহ

প্রকাশিত : ০৯:০৮, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪১, ১ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে বিভিন্ন পশুর হাটে হঠাৎ করে কমে গেছে গরু সরবরাহ। ফলে বেড়ে গেছে গরুর মাংসের দাম। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় গরু আমদানীর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা এবং পথে পথে চাঁদা বাজির কারনে গরু সরবরাহ কমে গেছে। এতে বাজারেগ রুরমাংসের দাম বেড়ে গেছে দ্বিগুন। এ অবস্থায় গরু সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন গরু ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। গরুর মাংস মানেই আলাদা স্বাদ, আলাদা তৃপ্তি। চট্টগ্রামের মানুষের অতিপ্রিয় এই গরুর মাংস মেজবানের প্রধান উপকরণ । এছাড়া এ অঞ্চলের বাসা-বাড়ি, বিয়ের অনুষ্ঠান, মিলাদুন্নবী, ওরশসহ হোটেল-রেস্তোরায়ও আছে গরুর মাংসের আলাদা কদর। ভারতীয় গরুর সরবরাহ কমে যাওয়ার মাংসের দাম বেড়ে গেছে বলে জানালেন ব্যবসায়ীরা। এতে লোকসানের মুখে পড়তে হচ্ছে বলেও জানান তারা। এদিকে পথে পথে চাঁদাবাজির কারনে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পৌছাতে গরু প্রতি চার থেকে সাড়ে চার হাজার টাকা চাঁদা দিতে হয় বলে জানায় গরু ব্যবসায়ীরা চাহিদা মেটাতে ভারতীয় গরু আমদানীর ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছে নগর ুর আমদানীকারকরা। বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি