ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ২১:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২১:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২১৩টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য দাঁড়ায় ৪১৪ কোটি ৬২ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৭ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫৭টি, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৪৭ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি