ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভারতে উড়াল সড়কের ধসের ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে

প্রকাশিত : ১১:৩৫, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৩৫, ১ এপ্রিল ২০১৬

ভারতের কলকাতার জোড়াসাঁকোতে নিমার্ণাধীন উড়াল সড়কের একাংশ ধসের ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তুপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে ধারনা করছেন উদ্ধার কর্মীরা। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা স্পষ্ট নয়। এদিকে, উড়াল সড়কের অন্য অংশও ভেঙ্গে পড়ার আশংকা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ব্যস্ততম সড়কের ওপর নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একটি অংশ ভেঙে মারা যায় ২১ জন। আহত হয় অনেকে। ধ্বংস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮৭ জনকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি