ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

যথেষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ থাকার পরও চিকিৎসা যন্ত্রপাতির অভাবে অসংখ্য রোগী স্বাস্থ্য সেবার বাইরে

প্রকাশিত : ১৩:৩২, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০১৬

দেশে যথেষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ থাকার পরও চিকিৎসা যন্ত্রপাতির অভাবে অসংখ্য রোগী স্বাস্থ্য সেবার বাইরে থেকে যাচ্ছে। দুপুরে ক্যান্সার চিকিৎসা নিয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ তথ্য জানান। ক্যান্সার রোগীর চিকিৎসায় সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। cancerদৈনিক প্রথম আলো মিলনয়াতনে গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, দেশে দিন দিন ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ধুমপান ও চর্বিযুক্ত খাবারসহ বেশকিছু কারণে এ রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশেই এ রোগীর সংখ্যা বেশী বলে মনে করেন তারা। প্রয়োজনের তুলনায় অনেক রোগী এখনো চিকিৎসা সেবার আওতায় আসেনি বলে মন্তব্য করেন কেউ কেউ। তবে কোন রোগী যাতে চিকিৎসা সেবার বাইরে না থাকে সে বিষয়ে সরকার আন্তরিক বলে জানালেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। এ রোগ মোকাবেলায় আশার বানী শোনালেন স্বাস্থ্যমন্ত্রী। জেলা পর্যায়ে হাসপাতালগুলোতেও ক্যান্সার আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন তিনি। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে ধুমপান মুক্ত করার ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি