ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সন্ত্রাসী হামলায় ক্ষতবিক্ষত ব্রাসেলসের বিমানবন্দরের একাংশ খুলে দেয়া হল ১০ দিন পর

প্রকাশিত : ১৬:০০, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:০০, ১ এপ্রিল ২০১৬

brasels১০ দিন পর অবশেষে খুলে দেয়া হল সন্ত্রাসী হামলায় ক্ষতবিক্ষত ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরের একাংশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ধারনক্ষমতার মাত্র ২০ শতাংশ খুলে দেয়া হয়েছে। এছাড়াও কারিগরি কিছু ক্রটি থাকলেও বন্দরটি এখন ব্যবহার উপযোগী হয়েছে বলে জানানো হয়। তবে শুক্রবার বিকাল পর্যন্ত বিমান নামলেও বন্দর থেকে উড্ডয়ন করবেনা কোন বিমান। জাভেনতেম বিমানবন্দরের প্রধান নির্বাহী জানান, পুরোদমে চালু হতে এখনো মাস খানেক সময় লাগতে পারে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি