ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের মহিলা জিমনাস্টিক ম্যাককুলের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:০৫, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:০৬, ১ এপ্রিল ২০১৬

পুরো নাম কোর্টনি লিন ম্যাককুল। যুক্তরাষ্ট্রের মহিলা জিমনাস্টিক। আর খুব অল্প সময়ে ভালো খ্যাতি পেয়েছেন তিনি।  কোর্টনি লিন ম্যাককুলের জন্ম ১৯৮৮ সালে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের কানসাস শহরে। তাঁর ২৯তম জন্ম দিনে ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bdayকোর্টনি লিন ম্যাককুল। তবে, সবার কাছে ম্যাককুল নামেই বেশি পরিচিত যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়। স্কুল জীবন থেকেই খেলাকে ভালোবেসে ছিলেন তিনি। তাই সাফল্য পেতে খুব বেশী দেরি করতে হয়নি তাকে। মাত্র ষোল বছর বয়সে সিনিয়রদের হলে প্রথম নিজেকে মেলে ধরেন তিনি। খেলেছেন পপ ও টুক জাম্প, ওলফ জাম্প, সুইচ রিং লিপ এবং ফ্রন্ট ডাবল টুইস্ট, বেলেন্স বিম। ২০০৪ সালে সামার অলিম্পিকে উইম্যান আরটিসস্টিক জিমনাস্কিক দলের হয়ে খেলেন তিনি। সেইবার তাঁর দল চ্যাম্পিয়ন না হলেও তাঁর অবধানে দলকে নিয়ে আসেন দ্বিতীয় স্থানে। রোমানিয়া স্বর্ণপদক পেলে তাঁর অধিনে আসে সিলভার। ম্যাককুল কলেজ জীবনে খেলেছেন ইউনিবার্সিটি অব জর্জিয়া ক্লাবে। অ্যামেরিকান জিমনাস্টিক এক্সপ্রেসের কোচ আল এন্ড আরমাইন ফগের অধিনে খেলা শিখেন তিনি। আর ২০০৩ সালে জুনিয়র উইএস চ্যাম্পিয়নশীপে রানর্স আপ হন ম্যাককুল। আর ২০০৩ সালের পেন অ্যামেরিকান গেমসে সিলভার জিতেন তিনি। ২০০৪ সালে পেটার গান থিম ফ্লোর মিউজিকে ডান পান তিনি। এছাড়া, ২০০৫ সালে সবচেয়ে বেশি ফটোজেনিক জিমনাস্টিক হন তিনি। এছাড়া, ২০০৪ সালে উইএস জাতীয় চ্যাম্পিয়নশীপের পপ ও টুক জাম্প, ওলফ জাম্প, সুইচ রিং লিপ এবং ফ্রন্ট ডাবল টুইস্টে জয় পান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি