তনু হত্যাকান্ডের তদন্তে নেমেছে সিআইডি, শিগগিরিই অপরাধীদের গ্রেফতারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকাশিত : ১৩:৪৪, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৪৪, ২ এপ্রিল ২০১৬
কলেজ ছাত্রী তনু হত্যাকান্ডের তদন্তে নেমেছে সিআইডি, শিগগিরিই অপরাধীদের গ্রেফতারের আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সন্দেহ থাকাতেই তনুর মরদেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়া, দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে দাবি তার।
২০শে মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে উদ্ধার হয় ভিক্টোরিয়া কলেজের ¯œাতক তৃতীয় বর্ষের ছাত্রী তনুর মরদেহ। তখনই স্বজনরা দাবি করেন, নির্যাতন করে মেরে ফেলা হয়েছে তনুকে। হত্যার ঘটনাস্থলে সে প্রমাণও ছিলো। অথচ দুই সপ্তাহ পেরিয়ে গেলেও, তদন্তে জানা যায়নি কোন আপডেট। রাজধানীর যাত্রাবাড়িতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানালেন, তদন্তে নেমেছে সিআইডি, শিগগিরিই অপরাধীদের সনাক্ত করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। তবে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল।
এছাড়া, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দেশের কয়েকটি স্থানে সংঘর্ষে নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন