ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্লার্ক‘র জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৪৯, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ২ এপ্রিল ২০১৬

মাইকেল জন ক্লার্ক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। অস্ট্রেলিয়ান সফল অধিনায়ক হিসেবেও ভালো খ্যাতি পেয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। ১৯৮১ সালে আজকের এই দিনে অস্ট্রেলিয়ার লিভারপুল শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক আজ মাইকেল জন ক্লার্কের ৩৫তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম মাইকেল জন ক্লার্ক। সবার কাছে ক্লার্ক নামেই বেশি পরিচিত অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার ক্রিকেটার। ক্যারিয়ারের সফল অধিনায়ক হিসেবে অনেক সুনাম রয়েছে। ২০১৫ সালে তার নেতৃত্বে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসির বিশ্বকাপের ক্রিকেটের ট্রফি জিতে তাঁর দল।  ২০০৯ সালে রিকি পন্টিন টি-টোয়েন্টির ক্যাপ্টেনসি থেকে অবসর নিলে ধায়িত্ব কাধে তুলে নেন ক্লার্ক। ২০০৩ সালে ১৯শে জানুয়ারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এ্ধসঢ়;ক দিনের আন্তর্জাতিক খেলা শুরু করেন মাইকেল ক্লার্ক।  ক্যারিয়ারে ওয়ানডেতে ম্যাচে খেলেছেন ২৪৫টি ও রান করেছেন প্রায় ৮ হাজারের কাছাকাছি। তাঁর ক্যারিয়ারে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর করেন ১৩০ রান করে। আর বল হাতে উইকেট পেয়েছেন ৫৭টি। ২০০৪ সালে ভারতের বিপক্ষে প্রথম সাদা জার্সিতে মাঠে নামেন এই বাহাতি স্পিনার। আর অভিষেক ম্যাচেই ১৫১ রান করেন তিনি। টেস্ট ক্রিকেটে ১১৫ টি ম্যাচ খেলে রান করেছেন ৪৬৪৩ রান। অপরাজিত থেকে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান করেন ৩২৯ রান। মাইকেল ক্লার্ক অধিনায়ক হিসেবে ক্যারিয়ারে ভালোই সফলতা পেয়েছেন এই দক্ষ খেলোয়াড়। তাঁর নেতৃত্বে ৭৪টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ৫০টিতে। আর টি-টোয়েন্টিতে জয়ের সফলতা এসেছে ৬৬.৬৭%। এছাড়া টেস্টে পেয়েছেন ৫১.০৬ % জয়। ক্লার্ক জাতীয় দলের পাশাপাশি খেলেছেন বিভিন্ন ঘরোয়া লিগেও। ২০০০ সালে খেলেন নিউ সাউথ ওয়েল্ধসঢ়;সের হয়ে। ২০০৪ সালে খেলেন হাম্পশায়ারে। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেন সিডনি থান্ডার ক্লাবের জার্সিতে। আর ২০১২ সালে খেলেন ইন্ডিয়ার আইপিএলে খেলেন পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দলের হয়ে। ২০১৫ সালে খেলেন মেলবোর্ন স্টেটের হয়ে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি