ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

সংসদে আলোচনা-পর্যালোচনা না হওয়ায় প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ রয়ে যাচ্ছে- প্রধান বিচারপতি

প্রকাশিত : ১৯:১৯, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১৯, ২ এপ্রিল ২০১৬

জাতীয় সংসদে আলোচনা-পর্যালোচনা না হওয়ায় প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ রয়ে যাচ্ছে দাবি করেছেন প্রধান বিচারপতি । জাতীয় সংসদ সদস্যদের আইন সম্পর্কে অজ্ঞতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, আইনপ্রণেতাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আইন বিষয়ে অজ্ঞতা। এদিকে আঠারো শতকের আইন দিয়ে তনু হত্যার সুষ্ঠু বিচার সম্ভব নয় বলেও জানিয়েছেন এসকে সিনহা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলমের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যেখানে রন্ধ্র্রে রন্ধ্রে অনিয়ম ঢুকে গেছে সেখানে বিচার বিভাগেও কিছু অনিয়ম আছে। বেশির ভাগ আইন অচল হয়ে গেছে। এসব আইনের ব্যবহারের কার্যকারিতা অনেক কম। যার সংস্কার করা না হলে বিচার বিভাগ আরও মুখ থুবড়ে পড়বে। গেল ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার প্রসঙ্গে এসকে সিনহা বলেন, তনু হত্যার ঘটনাটি আধুনিক অপরাধ; তাই আঠারো শতকের আইন দিয়ে তনু হত্যার সুষ্ঠু বিচার সম্ভব নয়। বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে প্রচলিত ফৌজদারি আইনেরও মিল নেই বললেন এই আইনবিদ। সাংসদদের সমালোচনা করে প্রধান বিচারপতি বলেন, এর আগে সংসদে আইনের ওপর ব্যাপক আলোচনা-বিতর্ক হতো। কিন্তু এখন তা হয় না। ফলে আইনসভায় আইনের চর্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। জনগণ ভোগান্তিতে পড়েন। বিচার বিভাগেও চাপ পড়ে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি