ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কবুতর পালন করে পাল্টে গেছে ঝিনাইদহের তরুণ মেহেদি হাসানের ভাগ্য

প্রকাশিত : ১৩:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

দেশি-বিদেশি কবুতর পালন, আর তা বিক্রির জন্য আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঝিনাইদহের তরুণ মেহেদি হাসান পাল্টে দিয়েছেন নিজের ভাগ্য। অভাবের সংসারে লেখা-পড়া বন্ধ হয়ে যাওয়া ভাগ্য বদলাতে, বাড়িতেই গড়ে তোলেন কবুতরের খামার। যা থেকে বর্তমানে মাসে তার আয় প্রায় অর্ধলক্ষ টাকা। তার সাফল্যে কবুতরের বাণিজ্যিক চাষে উদ্বুদ্ধ হচ্ছে এলাকার অনেক তরুণ। ঝিনাইদহ সদরের পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের মেহেদী হাসান। টাকার অভাবে পড়ালেখা বেশিদুর না এগুলেও, বাড়িতে বাণিজ্যিকভাবে নানা জাতের কবুতর পালন করে এখন কবুতর প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে ‘মেহেদী পিজন ফার্ম’ নামে একটি ফেসবুক পেইজ চালু করে, সেখানে নিজের খামারের বিদেশি কবুতরগুলোর ছবি পোস্ট করেন মেহেদী। তা দেখে সরাসরি কবুতর কেনার অর্ডার পান দুরদুরান্ত থেকে। কবুতর বিক্রি করে মেহেদী এখন মাসে আয় করেন ৫০ হাজার টাকা পর্যন্ত। তার এখানে রয়েছে ইয়োলো বোখরা, ম্যাগপাই, হলুদ কিং, নানপারভিন ও বিউটি হুমারসহ প্রায় ৪৫ প্রজাতির কবুতর। উন্নত পদ্ধতিতে কবুতর পালনে তাকে সহযোগিতা করছেন একজন বিশেষজ্ঞও। একসময়ের সহায়-সম্বলহীন মেহেদীর সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। লেখা-পড়ার পাশাপাশি কবুতর পালনের মাধ্যমেও স্বাবলম্বী হওয়া যায়, মনে করেন মেহেদী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি