হাজারিবাগের ট্যানারিগুলোতে কাঁচা চামড়া ঢুকতে দিচ্ছে না পুলিশ
প্রকাশিত : ১৯:১৭, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:০১, ২ এপ্রিল ২০১৬
হাজারিবাগের ট্যানারিগুলোতে কাঁচা চামড়া ঢুকতে দিচ্ছে না পুলিশ। ঢোকার পথগুলোতে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। তবে, ট্যানারি সরাতে আবারো জুলাই পর্যন্ত সময় চেয়েছেন মালিকরা।
হাজারিবাগের ট্যানারিগুলোতে ঢোকার পথে পুলিশের ব্যারিকেড। কাঁচা চামড়ার ট্রাক যাতে ঢুকতে না পারে সেজন্যই পথে পথে তল্লাশি।
পুলিশের কড়া নজরদারিতে ঢুকতে পারছে না চামড়াবাহী ট্রাক। পুলিশ বলছে, মন্ত্রণালয়ের নির্দেশেই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তবে, সাভারে ট্যানারি সরিয়ে নিতে আবারো জুলাই পর্যন্ত সময় চেয়েছে ট্যানারি মালিকদের সংগঠন।
মালিকদের মতো শ্রমিকরাও বলছেন, এই মুহূর্তে ট্যানারি সরিয়ে নিলে তাদের অনেকেই বেকার হয়ে যেতে পারেন।
সরকারের নির্দেশের পরও ট্যানারি সরিয়ে নিতে মালিকরা কেন গড়িমসি করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। তারা বলছে, ট্যানারি সরিয়ে নিলে এলাকার পরিবেশ বাসযোগ্য হবে।
আরও পড়ুন