ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

১লা বৈশাখে বিকেল ৫টার পর অনুষ্ঠান চলবে না

প্রকাশিত : ১৫:৩৮, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ৩ এপ্রিল ২০১৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পহেলা বৈশাখের দিন বিকেল ৫টার পর বৈশাখের অনুষ্ঠান না চালানোর  সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিকেল ৫টার পর রাজধানীসহ সারাদেশে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান হবে না। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পয়লা বৈশাখ উৎযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। বলেন, পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনসাধারণকে থাকতে দেয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদেশের সব বৈশাখের অনুষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি। সেই সাথে উচ্চ শব্দে বাঁশি  বাশানোর ওপর নিষেধাজ্ঞা  থাকবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি