ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

তনু হত্যা মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে: ড. এমরান এইচ সরকার

প্রকাশিত : ১৫:৪৩, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৩, ৩ এপ্রিল ২০১৬

তদন্ত সংস্থা পরিবর্তন করে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. এমরান এইচ সরকার। এদিকে তদন্তের অগ্রগতি না হলে ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট, সা¤্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। একই দাবিতে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ছাত্রধর্মঘট। কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তদন্তের অগ্রগতি না হওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণ স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। অপরাধী গ্রেফতার না হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন মঞ্চের মুখপাত্র। একই দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে হয় ছাত্রধর্মঘট। কর্মসূচির সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়নি কোন ক্লাস। হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। দোয়েল চত্বরে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানায় প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যসহ কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠন। ৭ই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা করে তারা। তনু হত্যাকান্ডে জড়িতরা গ্রেফতার ও বিচার না হওয়ায় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি