ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলে ধর্মঘট

প্রকাশিত : ০৯:২০, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২০, ৪ এপ্রিল ২০১৬

৫ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলে ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ ও নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে সোমবার সকাল ৬টা থেকে মিলের উৎপাদন বন্ধ করে এ কর্মসূচী পালন করছে পাটকলের ৫০ হাজারের বেশী শ্রমিক। ধর্মঘট চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত, যা প্রয়োজনে বাড়ানো হবে বলেও জানিয়েছে শ্রমিকরা। পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া -মজুরী প্রদান, ২০ভাগ মহার্ঘভাতা সহ ৫ দফা দাবীতে তারা এই কর্মসূচী পালন করছে। কর্মসূচীর অংশ হিসাবে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার শ্রমিকরা ভোর ৬টায় স্ব স্ব মিল গেটের সামনে জমায়েত সমবেত হয়েছে। পরে সেখানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি