ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নেত্রকোণা ও সুনামগঞ্জে ফসল তলিয়ে যাওয়ার আশংকা, সময়মত শেষ হয়নি বাঁধ নির্মান

প্রকাশিত : ১৩:৫০, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৫০, ৪ এপ্রিল ২০১৬

সময়মত বাঁধ নির্মান কাজ শেষ না হওয়ায় একমাত্র ফসল বোরো তলিয়ে যাওয়ার আশংকায় নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওর অঞ্চলের চাষীরা। ২৮শে ফেব্র“য়ারির মধ্যে নির্মানে কাজ শেষ করার কথা থাকলেও কোনো কোনো স্থানে এখনো শুরুই হয়নি। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে অর্ধেকেরও বেশি কাজ হয়েছে । নেত্রকোণার ছোট-বড় ১শ’ ২৮টি হাওরে ৪০ হাজার ২শ’ ৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে চলতি মৌসুমে। প্রতি বছরই আগাম বন্যায় নেত্রকোণায় ডিঙ্গাপুতা, কির্তনখোলা, ঝালোখালিসহ বেশ কয়েকটি হাওরের বাঁধ ভেঙ্গে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। নিঃস্ব হয় কৃষক। অভিযোগ ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার যোগসাজসে পানি আসার আগ মুহুর্তে বাঁধের কাজ শুরু করা হয়। যা কোন কাজে আসে না। তাই বর্ষার আগেই বাঁধ নির্মান শেষ করার তাগিদ কৃষি কর্মকর্তাসহ সবার। অচিরেই কাজ সম্পন্ন করার আশ্বাস নির্বাহী প্রকৌশলী। এদিকে চলতি অর্থবছরে সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য ৪৩ কোটি ৪০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। এর মধ্যে ৩৬টি হাওরের প্রায় ৩শ’ কিলোমিটার বাঁধ নির্মান কাজ তৈরির কাজ ২৮শে ফেব্র“য়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও বাস্তবতা উল্টো। কাজ শেষের সময়সীমা বাড়াতে করা হয়েছে আবেদন। সময়মত বাধ নির্মান না হলে চলতি মৌসুমেও বোরো ফসলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত জেলার কয়েক লাখ কৃষক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি