ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীতে কেরসিনের চুলার আগুনে মারাত্মকভাবে দগ্ধ চা দোকানি বাবুল

প্রকাশিত : ১৩:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিরপুরে কেরসিনের চুলার আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন চা দোকানি বাবুল। স্বজনদের অভিযোগ চাঁদা না পেয়ে পুলিশ চুলায় লাথি মারে। এতে চুলা ছিঁটকে বাবুলের গায়ে পড়লে আগুন ধরে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। babulমিরপুরের গুদারাঘাটের ৬ নম্বর সড়কের পাশে চায়ের দোকান বসিয়েছিলেন বাবুল । প্রত্যক্ষদর্শীরা ও স্বজনরা জানান, বুধবার রাতে দোকানে এসে টাকা দাবী করেন শাহ আলী থানা পুলিশের একটি দল।  বাবুল টাকা দিতে অস্বীকার করায় এক পুলিশ কেরসিনের চুলায় লাথি মারেন। এতে আগুন ধরে যায় বাবুলের শরীরে । এ বিষয়ে কথা বলতে শাহ আলী থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে, ঢাকা মেডিকেল কলেজে ওই থানার এক কর্মকর্তা বলেন, এ ঘটনার সাথে পুলিশের কোন সম্পৃক্ততা নাই। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাণ ইউনিটে চিকিৎসক জানিয়েছেন বাবুলের অবস্থা আশংকা জনক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি